চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২দিন ব্যাপি মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তর এর আয়োজনে ২দিন ব্যাপি ছোট মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নাচোল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তর এর আয়োজনে উপজেলার ২৫জন মৎস্য চাষিকে পুকুরে ছোট মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামিম, চাঁপাইনবাবগঞ্জের আমনুরা মৎস্য খামারের খামার ব্যবস্থাপক আমানুল্লা খান ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মজিবুর রহমান।
প্রশিক্ষকগণ পুকুর ব্যবস্থাপনা, মৎস্য রেনু পোনা সংরক্ষণ, সুষম খাবার ব্যবস্থাপনা, রোগবালাই দমন ও অধিক লাভজনক দেশীয় প্রজাতির ছোট মাছ চাষ বিষয়ক প্রশ্নোত্তর ভিত্তিতে প্রশিক্ষণ প্রদান করেন।