দেশজুড়ে

ঈশ্বরদীতে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার মতবিনিময় সভা অনুষ্ঠিত!

মামুনুর রহমান,পাবনা: গতকাল রবিবার ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার পাবনা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলার সকল প্রতিনিধিদের নিয়ে পত্রিকার স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাফিজের উদ্যোগে ঈশ্বরদীতে পাবনা জেলা শাখার দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পত্রিকার বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদ,
উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মেঃ তুহিন হোসেন , জী-টুয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি মুশফিকুর রহমান মিশন, ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকায় মোহাম্মদ আজিম হায়দার, মাই টিভির ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি সবুজ মোল্লা, ঈশ্বরদী থেকে প্রকাশিত সাপ্তাহিক সমকোণ পত্রিকার স্টাফ রিপোর্টার সৌরভ কুমার দেবনাথ, প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমার পত্রিকায় বাংলাদেশের ৩৫০ জনেরও বেশি প্রতিনিধি কাজ করেন। আমি সর্বক্ষণ তাদের খোঁজ খবর রাখি এবং আমি জানি সংবাদ সংগ্রহকালে প্রতিনিধিরা বিভিন্ন সময় হুমকি এবং মিথ্যা মামলার স্বীকার হন।আমি সবসময়েই তাদের পাশে ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ।

তবে যারা এই মহান পেশায় থেকে অন্যায় করবেন আমি তাদের পাশে থাকবো না। এসময়ে তিনি সাংবাদিকতার উপর প্রতিনিধিদের উদ্যেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ন আলোচনা ও পরামর্শ করেন। যারা অাসতে পারে নাই তাকেও ধন্যবাদ জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button