দেশজুড়ে
ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতির মায়ের প্রয়াণ
মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদারের মা রমা আইচ মজুমদার (৬৭) পরলোক গমন করেছেন। “দিব্যান্ লোকান্ স্বঃগচ্ছোতু”।
রবিবার সকাল ১০টায় ময়মনসিংহ সায়েম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে ৩পুত্র ও ২কন্যসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার বিকেল ৫টায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঠালতলী গ্রামে পারিবারিক শ্বশানে তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
নীলকণ্ঠ আইচ মজুমদারের মায়ের মৃত্যুতে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিক ও সুজনের সকল সদস্যবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।