জাতীয়

বিভিন্ন হাসপাতালে ৩১৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৩১৫ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ২৬২ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৫৩ জন।

আজ রোববার ৫ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে (০৪/৯/২০২১ সকাল ৮ টা থেকে ০৫/৯/২০২১ সকাল ৮ টা পর্যন্ত) পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্যে এসব জানানো হয়েছে।

এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে (১/১/২০২১-৫/৯/২০২১) এপর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১১ হাজার ৮১৬ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে একই সময়সীমায় এ পর্যন্ত হাসপাতাল থেকে সেবা নিয়ে এবং ছাড়প্রাপ্ত হয়ে বাড়ি ফিরেছে ১০ হাজার ৪৮১ জন।

তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট একহাজার ২৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১ টি হাসপাতালে ১১৩১ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে ১৪৯ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৫২ জন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button