ডাঃ মুরাদ হাসানের নির্দেশে বন্যাকবলিত পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধিঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপির নির্দেশে বন্যাকবলিত পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।রোববার (৫সেপ্টেম্বর)বিকেলে উপজেলার সাতপোয়া ইউনিয়নের আহলগাছা গ্রামে এ ত্রান সামগ্রী বিতরণ হয়েছে।
এ সময় সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা বন্যা দুর্গত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি এর পক্ষে সরিষাবাড়ী পৌরসভার কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল,পৌর আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও আসন্ন সাতপোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ব্যবসায়ী রাজু আহমেদ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ খাদ্যসামগ্রী পেয়ে খুশি বন্যা দুর্গতরা।