উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী তানভীর ইমাম নৌকা বাইচের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দহকুলা গোহালা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তানভীর ইমাম নৌকা বাইচের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দহকুলা নবীন ভাস্কর যুব সংঘ এই প্রতিযোগিতার আয়োজন করেন। এতে স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
আয়োজিত সংগঠনের সভাপতি মাহবুবর রহমান জানান, বর্ষা মৌসুম এলেই গ্রামে গ্রামে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় উল্লাপাড়া উপজেলার দহকুলার গোহালা নদীতে তানভীর ইমাম নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে সেমিফাইনাল প্রতিযোগিতায় পাবনা সাথিয়ার বাগচি চ্যালেঞ্জার, ডেওভোগ গ্রামের উড়ন্ত বলাকা, সিরাজগঞ্জের উল্লাপাড়ার দত্ত খারুয়া গ্রামের নাসির এক্সপ্রেস, চাকসার করম আলী এক্সপ্রেস সহ চারটি নৌকা অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকার মধ্যে নাসির এক্্রপ্রেস ও করম আলী এক্সপ্রেস নামের দু’টি নৌকা ফাইনালে অংশ নিয়ে নাসির এক্সপ্রেস বিজয়ী হয়। পরে বিজয়ী নৌকা মালিকদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, লাহিড়ী মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মক্কা, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান হাফিজ, বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির লিটন ও আব্দুল আজিজ মাষ্টার প্রমুখ।