দেশজুড়ে

ধামরাইয়ে সাংবাদিক জুলহাস এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই প্রেসক্লাবের সহ- সভাপতি ও বেসরকারি স্যাটালাইট টেলিভিশন বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধামরাই প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (৩ আগষ্ট) সন্ধ্যায় ধামরাই প্রেসক্লাবের হল রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপনের সঞ্চালনায় ধামরাই প্রেসক্লাবের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রশিদ তুষার, সাবেক সভাপতি লোকমান হোসেন, সাবেক সভাপতি বাবুল হোসেন, ধামরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সমকালের সাংবাদিক মোকলেছুর রহমান, ইত্তেফাকের মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, প্রতিদিনের সংবাদের ধামরাই প্রতিনিধি আব্দুল রউফ প্রমূখ।

এসময় বক্তারা সাংবাদিক জুলহাস হত্যার সুষ্ঠু বিচার নিয়ে অনিশ্চয়তার কথা তাদের বক্তব্যে তুলে ধরেন।এসময় তারা আরও বলেন ন্যায় বিচার স্বার্থে ধামরাইয়ে কর্মরত সকল সাংবাদিক ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিক জুলহাসের পরিবারের পাশে দাঁড়ানোর আহব্বান জানান। সাংবাদিক জুলহাস যাতে ন্যায় বিচার পায় সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য, সাংবাদিক জুলহাস উদ্দিনকে গত বছরের ৩ সেপ্টেম্বর ধামরাইয়ের বারবাড়িয়া বাস স্টেশনে প্রকাশ্যে দিবালোকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকেই ঘাতক শাহিন ও মোয়াজ্জেম হোসেন নামে দুইজনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে দুই জন জামিনে রয়েছে এবং প্রধান আসামী শাহিন জেল হাজতে রয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button