ঘাটাইলে ১০ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

0
90

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ১০ ব্যবসাীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ১৬ জুন মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার সরকার এই আদালদত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, করোনা সংক্রমণ রোধে সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখার সরকারি নির্দেশনা রয়েছে। কিন্ত কতিপয় ব্যবসায়ীর সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ঘাটাইল পৌর এলাকার কলেজ মোড় ও ঝড়কা বাজারের দশটি দোকান মালিককে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দুরত্ব নিশ্চিত করণে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘাটাইল থানার পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন।