আইইডি বিস্ফোরণে মেজরসহ ৫ পাকিস্তানি জওয়ান নিহত

0
125

দূর-নিয়ন্ত্রিত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) এক মেজরসহ কমপক্ষে ৫ জওয়ান নিহত হয়েছেন।

পাকিস্তান-ইরান সীমান্তে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে শুক্রবার জানায় সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা। খবর: ডন।

এক টুইট বার্তায় আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানায়, মাকরান পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের সম্ভাব্য যাতায়াতের পথ তল্লাশি শেষে পাকিস্তান-ইরান সীমান্তের ১৪ কিলোমিটার দূরের বুলেদা থেকে ফিরছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

যখন তারা ফিরছিলেন, তখন তাদের গাড়ি লক্ষ্য করে দূর-নিয়ন্ত্রিত আইইডি’র বিস্ফোরণ ঘটানো হয়।এ হামলার ঘটনায় মারা যান মেজর নাদীম, নায়েক জামশেদ, ল্যান্স নায়েক খিজার হায়াত, ল্যান্স নায়েক তৈমুর, সিপাহী নাদীম ও সিপাহী সাজিদ।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ‘সন্ত্রাসীদের’ সঙ্গে বন্দুকযুদ্ধে এক এফসি সেনা নিহত হন। আহত হন আরও দুজন। উত্তর ওয়াজিরিস্তানে ‘সন্ত্রাসীরা’ এফসি তল্লাশি চৌকিতে হামলা করলে এ বন্দুকযুদ্ধের সূত্রপাত হয়।

ওই সময় আইএসপিআর জানায়, ‘সন্ত্রাসীরা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে এফসি পোস্টে হামলা চালায়। এ সময় বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসীও নিহত হয়।