দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২

জসীম উদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহীর ২জন নিহত অপর একজন গুরুত্বর আহত হন।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, শনিবার (৪সেপ্টেম্বর) রাত পৌনে আটটার সময় ঠাকুরগাঁও -পঞ্চগড় মহাসড়কের মুন্সিরহাট খোশবাজার এলাকায় ১টি মোটর সাইকেল যোগে পঞ্চগড় থেকে ৩জন ঠাকুরগাঁও শহরে আসছিলেন। বিপরীত দিক থেকে একটি ট্রাক পঞ্চগড় যাওয়ার পথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা মোটর সাইকেলের তিন আরোহীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন।অপরজনের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় ।

দুর্ঘটনায় মৃত ব্যক্তিরা হলেন পঞ্চগড় চাকলাহাট নেহালপাড়ার দালউদ্দিনের ছেলে সাজ্জাদ (২৭), অপরজন পঞ্চগড় চাকলাহাট সর্দার পাড়ার হামিদুলের ছেলে শাকিল(২২)। আহত ব্যক্তি হলেন পঞ্চগড় উত্তর ভাটিয়া পাড়ার জাবেদ আলীর ছেলে সাইফুল(২৬)।

সড়ক দুর্ঘটনায় ২জনের মুত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button