দেশজুড়ে

মির্জাপুরে বিল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

রাব্বি ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে বিল থেকে এক অজ্ঞাত (৬০) ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (০৪সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের আটঘরি চরপাড়া এলাকার একটি বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

আনাইতারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার মো. মাহফুজুর রহমান খান জানান, বেলা ৫টার দিকে চরপাড়া এলাকার ওই বিলে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় লোকজন। পরে পুলিশে খবর দিলে তারা বিল থেকে রাত ৭টার দিকে লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে বিল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। সুরতহাল শেষে লাশটি থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল ময়না তদন্তের জন্য লাশটি টাঙ্গাইল মর্গে পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button