জাতীয়

ভারত সফরে গেলেন সেনাপ্রধান

তিন দিনের সরকারি সফরে ভারত গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার ( ৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি ফ্লাইটে তিনি ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাবাহিনীর ৮ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সেনাবাহিনী প্রধান।

সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা, চিফ অফ ডিফেন্স স্টাফ, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমানবাহিনীর প্রধান, প্রতিরক্ষা সচিব এবং অন্য জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

সাক্ষাতে সেনাপ্রধান দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।সফরে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ন্যাশনাল ডিফেন্স কলেজও ঘুরে দেখবেন তিনি। এ ছাড়া ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে আইএসপিআর।

সফর শেষে আগামী বুধবার সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button