দেশজুড়ে

উল্লাপাড়ায় মা-ছেলেসহ ৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মা-ছেলেসহ গত এক সপ্তাহে ৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহসানুল হক এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সসহ উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

আক্রান্ত ব্যক্তিরা হলেন – উল্লাপাড়া পৌর শহরের চরকাওয়াক গ্রামের রাজন (৫২), কলেজ পাড়ার ইমতিয়াজ ইমন (১৩), ও তার মা তানিয়া খাতুন (৩২), আনন্দ কুমার (৪২), উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের সিনিয়র স্টাফ নার্স লাভলী নাহার (৪৮), ওয়ার্ডবয় আলামিন হোসনে (৩৬) এবং উপজেলার ঘিয়ালা গ্রামের আজিজুল হক (২০)।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের মেডিকেল অফিসার ডাঃ আহসানুল হক জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত ৭ জনের মধ্যে ৪ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী চলে গেছেন এবং অপর ২ জন চিকিৎসাধীন আছেন। বাকীরা উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে তিনি আরো জানান।

উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম জানান, করোনা ভাইরাস রোগে আক্রান্তের সংখ্যা হ্রাস পেলোও নতুন করে মানুষের মধ্যে ডেঙ্গু রোগের প্রাদুভাব দেখা দিয়েছে। তিনি আরো জানান, ডেঙ্গু রোগ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধের জন্য সব ধরনের ব্যবস্থা করেছে তার দপ্তর।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button