খুলনায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
আহছানুল আমীন জর্জ ,খুলনা প্রতিনিধি : ৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকার হোগলাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। এ ব্যাপারে নিহত ইজিবাইক চালকের স্ত্রী বাদী হয়ে কাভার্ডভ্যান চালক মিনহাজুল ইসলাম তুহিনের নামে সড়ক আইনে মামলা দায়ের করেছেন।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক জানান, ৩ সেপ্টেম্বর শুক্রবার হোগলাডাঙ্গার পাওয়ার ষ্টেশনের সামনে ইজিবাইক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ইজিবাইকের যাত্রী আনোয়ার হোসেন বাবু মারা যান ও তার স্ত্রী কাজল আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চালক মোঃ জিল্লুর রহমান ও পরে বাবুর স্ত্রী কাজল রাত সাড়ে ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান চালক মিনহাজুল ইসলাম তুহিনকে আটক করে। মৃত ইজিবাইক চালক জিল্লুর রহমানের স্ত্রী বাদী হয়ে কাভার্ড ভ্যান চালক তুহিনের নামে সড়ক আইনে একটি মামলা দায়ের করেন, যার নং – ২।