দেশজুড়ে

মোংলায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

মোঃসোহেল, মোংলা প্রতিনিধি: মোংলায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামুলক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌরসভা চত্বর থেকে বপুর হওয়া র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র‍্যালীতে নেতৃত্ব দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।

র‍্যালীতে পৌর কাউন্সিলরাসহ কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন। এ সময় শহরে সর্বসাধারণের মাঝে ডেঙ্গু সতর্কতার লিফলেট বিতরণ করা হয়। সেই সাথে চালানো হয় রাস্তা ও ড্রেন পরিস্কার পরিচ্ছন্নতার কাজও। শহরের রাস্তাঘাট, অলিগলি, ডোবা, খাল ও ড্রেনগুলোতে মশা নিধন স্প্রে করে পৌর পরিচ্ছন্নকর্মীরা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button