জাতীয়

ডেঙ্গুতে আক্রান্ত ২৫৫, প্রাণ গেল আরও একজনের

দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও ২৫৫ জন আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৩৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২২ জন ভর্তি হয়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৪৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৫৭ জনে। এর মধ্যে রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে এক হাজার ১২০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছে ১৩৭ জন।

গত ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ২৩৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন নয় হাজার ৯২৭ জন রোগী।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button