খুলনায় ভুয়া ডাক্তারের ২ বছরের কারাদন্ড ; হোমিও চিকিৎসককে জরিমানা


আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা বাজার থেকে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র্যাব- ৬ এর একটি দল। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্য ডাক্তারের হুবহু নাম ব্যবহার ও অনুমোদনহীন চিকিৎসার অভিযোগে তাকে দু’বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপর এক অভিযানে ম্যাজিস্ট্রেট এক ফার্মেসী ও হোমিও চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন।
র্যাব-৬, খুলনা সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা বাজার এলাকার মোস্তাইন মার্কেটে ডাঃ মোঃ আজিম উদ্দিন খাঁন নামের এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র্যাব- ৬ এর একটি দল। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্য ডাক্তারের হুবহু নাম ব্যবহার ও অনুমোদনহীন চিকিৎসার অভিযোগে তাকে দু’বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। এছাড়া অপর এক অভিযানে ম্যাজিস্ট্রেট একটি ফার্মেসী ও একজন হোমিও চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন।
র্যাব-৬ খুলনা সূত্র জানায়, ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা বাজার এলাকার মোস্তাইন মার্কেটে ডাঃ মোঃ আজিম উদ্দিন খাঁনের চেম্বারে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় কোন কাগজপত্র না থাকায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ (২) ধারায় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অন্য চিকিৎসকের নাম ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন তিনি। মোঃ আজিম ফকিরহাট উপজেলার ভট্রখামার এলাকার মোঃ কামাল হেসেন খাঁনের ছেলে। পরে তাকে বাগেরহাট কারাগারে প্রেরণ করা হয়।
অপর এক অভিযানে বটিয়াঘাটা ভান্ডারকোট গাজী হোমিও কেয়ার সেন্টারে ২০ হাজার টাকা ও মজিদঘাটা এলাকার আরিফ মেডিকেল হল ফার্মেসীতে ২০ হাজার টাকা জরিমানা করেন র্যাব- ৬ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মোঃ আজিমের চেম্বারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । এ সময় কোন কাগজপত্র না থাকায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ (২) ধারায় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অন্য চিকিৎসকের নাম ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন তিনি। মোঃ আজিম ফকিরহাট উপজেলার ভট্রখামার এলাকার মোঃ কামাল হেসেন খাঁনের ছেলে। পরে তাকে বাগেরহাট কারাগারে প্রেরণ করা হয়।
অপর এক অভিযানে বটিয়াঘাটা ভান্ডারকোট গাজী হোমিও কেয়ার সেন্টারে ২০ হাজার টাকা ও মজিদঘাটা এলাকার আরিফ মেডিকেল হল ফার্মেসীতে ২০ হাজার টাকা জরিমানা করেন র্যাব- ৬ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রসঙ্গত, খুলনা মহানগরীর দৌলতপুর ও খালিশপুর এলাকায় এ ধরণের বেশ কয়েকজন ভুয়া ডাক্তার দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছে বলে অভিযোগ রয়েছে ।