নীলফামারীতে বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা

0
115

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গতকাল রাতে নীলফামারীতে করোনার রিপোর্ট আসে নতুন করে আরো ৪ জন করোনা পজেটিভ ও দুইজন ফলোআপ পজেটিভ হয়েছে।

নতুন ৪ জনের মধ্যে নীলফামারী সদরের বেড়া ডাঙ্গা চাপড়া এলাকার এক জন, সৈয়দপুরের ইসলামবাগ মসজিদ মহল্লার এক জন এবং জলঢাকার-মাথাভাঙ্গা আদর্শপাড়ায় এক জন ও দিয়াবাড়ির এক জন করোনা রোগী পজেটিভ। বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ।

এ নিয়ে জেলায় সর্বমোট করোনা শনাক্ত হলো ২৬৩ জন। এর মধ্যে নীলফামারী সদরে ৮৫, জলঢাকা উপজেলায় ৪৯, ডিমলা উপজেলায় ৪৪, সৈয়দপুর উপজেলায় ৩৬, ডোমার উপজেলায় ৩১ ও কিশোরীগঞ্জ উপজেলায় ১৮ জন। এছাড়াও করোনা পজেটিভ হয়ে মৃত্যু বরন করে ৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১২২ জন। হাসপাতালে চিকিৎসাধীন ১২৮ জন।