দেশজুড়ে

ঘোড়াঘাটে পাটের বাম্পার ফলন, দাম পেয়ে খুশি কৃষকরা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ আবহাওয়া অনুকুলে থাকায় দিনাজপুরের ঘোড়াঘাটে পাটের বাম্পার ফলন হয়েছে। গত বছরের তুলনায় হেক্টর প্রতি পাটের ফলন বৃদ্ধি সহ পাটের দাম পেয়ে খুশি এ উপজেলার কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় এ বছর উপজেলার ৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১শ ৪০ হেক্টর জমিতে দেশী তোষা জাতের পাটের চাষ করেছে কৃষকেরা। হেক্টর প্রতি পাটের গড় ফলন নির্ধারণ করা হয়েছে ১০.৯ বেল। আর ১শ ৪০ হেক্টর জমি থেকে পাটের উৎপাদন নির্ধারণ করা হয়েছে ১৫শ ২৬ বেল। যা গত বছর হেক্টর প্রতি পাটের গড় ফলন ছিল ১০.৬ বেল এবং ১শ ২৫ হেক্টর জমিতে পাটের উৎপাদন ছিল ১৩শ ২৫ বেল।

বর্তমান সময়ে পাট কাটা পানিতে জাগ দেয়া, আশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনেকেই পাট শুকিয়ে বাজারে বিক্রি করছেন। উপজেলার কুলানন্দপুর গ্রামের পাট চাষি সেকেন্দার আলী বলেন গত বছর প্রতি মন পাট বিক্রি করেছি ১৫শ থেকে ১৮শ টাকা পর্যন্ত।

এ বছর প্রতি মন পাট বিক্রি করছি ৩হাজার টাকা থেকে ৩ হাজার ৫শ টাকা পর্যন্ত। উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাছ হোসেন সরকার জানান এবার পাটের উৎপাদন ভালো হয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত পাটের ভালো দাম পাচ্ছেন। এতে কৃষকরা আর্থিক ভাবে লাভবান হবে। আশা করছি আগামী বছরে পাটের ফলন আরো বাড়বে। পাট সংরক্ষণ ও বাজারজাত করণে কৃষকে সহযোগীতা করছে কৃষি বিভাগ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button