ঠাকুরগাঁওয়ে অপহরণ ও ধর্ষনের অভিযােগে মামলা: ধর্ষক গ্রেফতার
জসীমউদ্দীন ইতি ,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অপহরণ ও ধর্ষনের অভিযােগে রুবেল রানা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গতকাল বুধবার ভুক্তভােগী নারী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করলে তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
রুবেল সদর উপজেলার মােলানী গ্রামের আব্দুল আলীর ছেলে। মামলার বিবরণে জানা যায়, গত চার বছর পূর্বে সদর উপজেলার ফুটানী বাজার নামক স্থানে রুবেলের সাথে পরিচয় হয় ওই নারীর।
এরপর মােবাইল নাম্বার আদান প্রদান ও এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলােভনে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ওই নারীকে ধর্ষন করে রুবেল। এরই ধারবাহিকতায় ৩০ আগস্ট রুবেল বিভিন্ন প্রলােভনে মোটরসাইকেলযােগে ওই নারীকে নিয়ে পালানাের সময় নারীর পরিবারের লােকজন উভয়কে আটক করে বাড়িতে নিয়ে যায়। পরে রুবেল ওই নারীকে বিয়ে করবে বলে স্বীকার করে নারীর বাড়িতেই রাত্রিযাপন করে। ওই দিন রাতেও রুবেল ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে ওই নারীকে। পরদিন সকালে বাড়ির লােকজন রুবেলকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।