গোপালপুরে মাস্ক বুথ উদ্বোধন করেন ইউএনও পারভেজ মল্লিক
মো নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নো মাস্ক নো সার্ভিস বাস্তবায়নের জন্য সামাজিক সংগঠন মেমোরিয়াল ইনস্টিটিউট অব মিউচুয়াল এইড (মিমা)এর উদ্যোগে মাস্ক বিতরণ বুথ চালু করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ কার্যালয় ও থানা কমপ্লেক্সে দুটি মাস্ক বুথ উদ্বোধন করা হয়। সার্বিক সহযোগিতা করেন গোপালপুর-ভূঞাপুর আসনের এমপি ছোট মনির।
বুথ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিমার সভাপতি নাসরিন সুলতানা। বুথ উদ্বোধন করেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, ছাত্রলীগের আহবায়ক সোহানুর রহমান সোহান, মহিলানেত্রী আয়শা আক্তার শিখা, সোনার তরী সংগঠনের সভাপতি মো. সবুজ মিয়া, মানসুরা আকন্দ, সাংবাদিক কে এম মিঠু, নূর আলম প্রমূখ।