দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা বিচ্ছিন্ন
জসীম উদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশনের প্লাটফর্মে ট্রেন থামার আগেই দ্রুত সময়ে নামতে গিয়ে কাটা পড়ে এক যাত্রীর দুটি পা বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে ওই প্লাটফর্মে এ ঘটনা ঘটে। আহত রফিক (৫০) হরিপুর উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার সহরাব হোসেন সুজন বলেন, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে সুজন এসেছিলেন। পীরগঞ্জ স্টেশনে ট্রেনটি থামার আগেই তিনি দ্রুত সময়ে নামার চেষ্টা করলে নিচে পড়ে তার পা দুটি কাটা পড়ে।