দেশজুড়ে

নেত্রকোণায় ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধিঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় দলকে সুসংগঠিত রাখার ওপর সবসময় বিশেষ গুরুত্ব দেন আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

তিনি মনে করেন, একটা সরকার সফলভাবে কাজ করতে পারবে তখনই যখন দল সুসংগঠিত থাকে। তাই জননেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ সবাইকে সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, তৃণমূল পর্যায় থেকে নেতাকর্মীরা অনেক ত্যাগের বিনিময়ে এই সংগঠনটা ধরে রেখেছে। লড়াই সংগ্রামের মধ্যদিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

বুধবার নেত্রকোণার সদর উপজেলার ১১নং কালিয়ারা গাবরাগাতি ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে গাবরাগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মেলনের উদ্বোধক সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম বজলুল কাদের শাহজাহান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, নেত্রকোণা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button