দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে নিষ্পত্তিকৃত মামলার আলামত ধ্বংস
জসীম উদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নিষ্পত্তিকৃত ৩শ, ১২টি মামলার জব্দকৃত ও অন্যান্য আলামত ধ্বংস করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার (১ সেপ্টেম্বর) বিকালে জজ কোর্ট চত্বরে নিষ্পত্তিকৃত মামলার জব্দকৃত আলামত ধ্বংস সাধনের উদ্বোধন করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলা উদ্দীন, আরিফুর রহমান, স্টোর পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমসহ অনেকে।
ধ্বংস সাধনে গাঁজা, ফেন্সিডিল, দেশীয় অস্ত্রসহ জব্দকৃত অনেক কিছু মালামাল ও আলামত ধ্বংস করা হয়।