মাগুরায় সাংবাদিক কৌশিক সন্ত্রাসী হামলার শিকার, ঢাকায় প্রেরন

0
69

স্টাফ রিপোর্টারঃ ঢাকায় কর্মরত দৈনিক সোনালী খবর পত্রিকার স্টাফ রিপোর্টার এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এস এর সাংবাদিক কৌশিক আহমেদ সোহাগ এর ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে , ১৩ জুন শনিবার সন্ধ্যায় মাগুরা পশুহাসপাতাল এলাকা থেকে ৭/৮ জনের সঙ্ঘবদ্ধ একদল সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

এ ব্যাপারে মাগুরা সদর থানার ওসিকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। সাধারণ জনগণ মনে করে এই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা জরুরি।

উল্লেখ্য; সাংবাদিক কৌশিকের দুটি হাত ভেঙে গেছে, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

Author