দেশজুড়ে

মোংলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃসোহেল, মোংলা প্রতিনিধি: মোংলায় বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পৌর ও থানা বিএনপির আয়োজনে বুধবার সকালে শহরের মাদ্রাসা রোডে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোকসেদুল আলম গামা, পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম, থানা বিএনপির সহ-সভাপতি হাওলাদার মোহাম্মদ আবু, সাধারণ সম্পাদক মান্নান হাওলাদার, যুবদল নেতা মোঃ আলাউদ্দিন, মোঃ নাহিদ, পৌর মহিলা দলের সভাপতি কমলা বেগম, সাধারণ সম্পাদক আয়েশা বেগমসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

আলোচনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত। পরে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতা-কর্মী ও সমর্থকেরা।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা জিয়াউর রহমানের কবর ও লাশ নিয়ে সরকারের এমপি, মন্ত্রী ও নেতাদের বক্তব্যের প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে জিয়াকে নিয়ে তাদের ষড়যন্ত্র রুখে দেয়ার হুশিয়ার উচ্চারণ করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button