দেশজুড়ে

রামপালে পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক – ৩

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ রামপালে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জনকে আটক করা হয়েছে ৷ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১ টার সময় ফয়লাহাট এর ধলদাহ এলাকা থেকে তাদের আটক করা হয় ৷
এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ ৷ মামলা নং-১ তাং ১ সেপ্টেম্বর ২০২১ ৷

ফয়লাহাট পুলিশ ক্যাম্প ইনচার্জ আহম্মদ ফজলুল কবীর জানান, গোপন সূত্রে খবর পেয়ে ঘটনার রাতে পুলিশ ঝালবাড়ি এলাকায় একটি বাড়ির সামনে অবস্থান নেয় ৷

এ সময় মাদক কেনাবেচাকালে ৬ পিচ ইয়াবা সহ গোবিন্দপুর গ্রামের ওসমান গনি (২১), আলামিন সেখ (২৭) এবং ডুমুরিয়া থানার মোঃ হাশেম শেখ (৫১) কে আটক করে ৷ পুলিশের দাবি তারা মাদক ব্যাবসায়ী ৷ গ্রেফতারের পর আসামীদের জেলহাজতে পাঠিয়েছে পুলিশ ৷

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button