ধামরাইয়ে সবুজ আন্দোলনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ধামরাইয়ে অনুষ্ঠিত হয়েছে। এসময় পরিবেশ বিপর্যয় রোধে ৫ শতাধিক বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (১সেপ্টেম্বর) ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এম শাহীন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, গুলশান কর্মাস কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক এড. আব্দুর রাজ্জাক খান রানা। তিনি পরিবেশ বির্পয রোধে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) নির্মল কুমার দাস।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বন কর্মকর্তা মোতালিব আল মুমিন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সরকার পক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম(এজিপি) সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোবিন্দ পাল জয় ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাজিব হাসান।
এসময় উপস্থিত ছিলেন, সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখার সহ-সভাপতি এ আর খান মন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক তাজুল ইসলাম, বুলবুল খান পলাশ, সংস্কৃতি সম্পাদক সিনিয়র সাংবাদিক নবীন চৌধুরী, প্রচার সম্পাদক নাজমুল হাসান ও জাকির হোসেন, বন বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান সাইফুল, সদস্য ও জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি সোহেল রানা প্রমুখ।