দেশজুড়ে
মির্জাগঞ্জে কেন্দ্রীয় মসজিদের স্থানে মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন


মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধিঃ মির্জাগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মডেল মসজিদ সুবিদখালী কেন্দ্রীয় জামে মসজিদের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও এলাকার মুসুল্লিরা।
বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মসজিদ কমিটির সহ-সভাপতি আব্দুল আজিজ মৃধার নেতৃত্বে এতে এলাকার দুই শতাধিক মুসল্লী অংশ নেন।
উল্লেখ্য, মসজিদ কমিটি ও শতাধিক মুসল্লীরা এ বছরের ১৬ জানুয়ারি উপরোক্ত দাবিতে একটি মানবন্ধন করেছিলেন।