দেশজুড়ে

চলনবিলে মর্মান্তিক নৌকা ডুবিতে নিহতদের স্মরণে সভা ও দোয়া মাহফিল

মামুনুর রহমান,পাবনা: প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কবি আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক বিশ্বাস, সংগীত শিল্পী ইউনুস আলী, কবি নবাব আলী, ঈশ্বরদী সাহিত্য কোলাহলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম (স্বপন বিশ্বাস) ও সহ-সাধারণ সম্পাদক শেখ সাগর রহমান রানা।

পাবনার চাটমোহর হান্ডিয়াল চলনবিলে মর্মান্তিক নৌকাডুবিতে নিহত পাঁচ জনের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সংগঠন ঈশ্বরদী সাহিত্য কোলাহল ও বিশ্ববাংলা সাহিত্য পরিষদ, ঈশ্বরদী শাখার উদ্যোগে আজ মঙ্গলবার (৩১ আগস্ট) বিকাল ৫টার সময় ঈশ্বরদী আইডিইবি মিলনায়তন এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিশ্ববাংলা সাহিত্য পরিষদ, ঈশ্বরদী শাখার সমন্বয়ক ও বিশিষ্ট বিজ্ঞানী এবং কবি ড.কুয়াশা মাহমুদের সভাপতিত্বে প্রয়াত বিদগ্ধ গুনিজনদের কর্মের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ও সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক উত্তর জনতার সম্পাদক শহিদুল হাসান ববি সরদার, সাবেক সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, সহকারী অধ্যাপক ও সিনিয়র সাংবাদিক হাসানুজ্জামান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহিদুল আলম সনু, ইঞ্জিঃ ওহিদুর রহমান ঝন্টু, ঈশ্বরদী জেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সহকারী অধ্যিাপক আ ফ ম রাজিবুল আলম ইভান, সংগঠক ও সাংবাদিক আতাউর রহমান বাবলু, দৈনিক আলাপের সম্পাদক সম্পাদক আশিকুর রহমান লুলু, কলাম লেখক হাসান আহমেদ চিশতী, দৈনিক কালের কন্ঠ ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসান, সাপ্তাহিক প্রথম সকাল সম্পাদক মহিদুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মামুনুর রহমান, সমাজসেবক আতাউর রহমান পাতা, ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর আব্দুল লতিফ মিন্টু, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, প্রয়াত আব্দুর রাজ্জাকের একমাত্র সন্তান কমল ইউসুফ, শহিদুল হক বিশ্বাসের একমাত্র কন্যা লিজা, নবার আলীর কন্যা নূপুর খাতুন, স্বপন বিশ্বাসের ভাই শামীম বিশ্বাস ও রানার স্ত্রী রোকাইয়া খাতুন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মীর হুমায়ুন কবীর বিপ্লব, ফটো সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি শেখ ওয়াহেদ আলী সিন্টু, সাপ্তাহিক আমাদের ঈশ্বরদীর সম্পাদক দেব দুলাল রায়, জাতীয় সাংবাদিক সংস্থা ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, কবি নূরুল ইসলাম বাবলু, ডাঃ অলোক কুমার মজুমদার, কবি নূরে আলম সিদ্দিকী নাহিদ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান লিটন, সাপ্তাহিক প্রথম সকালের যুগ্ন সম্পাদক জিল্লুর রহমান জীবন, মাই টিভির ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি সবুজ মোল্লা, দৈনিক বাংলাদেশের আলো ও দেশ ২৪ নিউজের ঈশ্বরদী প্রতিনিধি মোঃ খায়রুল বাশার (মিঠু), সুলতান মাহমুদ বাবু, রেওয়ানুল ইসলাম রুপক, মেরিদুল ইসলাম, মুশফিুকর রহমান মিশন, রাজীব পাটোয়ারী, শেখ রিংকু, জনি।

পরিচালনা করেন ঈশ্বরদী সাহিত্য কোলাহলের সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঈশ্বরদী সাহিত্য কোলাহলের সভাপতি রইচ উদ্দিন বাবলু।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button