হরিপুরে ফের সাপের কামড়ে নারীর মৃত্যু
জসীম উদ্দীন ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ফের সাপের কামড়ে মমিতা রাণী (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের ঠাঁকিঠুকি গ্রামের মানিক চক্রবর্তীর স্ত্রী মমিতা রাণী প্রতিদিনের মত রাত্রে খাওয়া শেষে স্বামী স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত অনুমান ২টার সময় মমিতা অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে মৃত্যু হয়।
নিহতে স্বামী মানিক চক্রবর্তী জানান, মমিতা অসুস্থ বোধ করলে বিছানা থেকে উঠে ঘরের বাতি জ্বালাই এসময় বিছানার মধ্যে সাপ দেখতে পাই এবং সাপটিকে না মেরে ছেড়ে দি। এবিষয়ে আমগাঁও ইউনিয়ন চেয়ারম্যান পাভেল তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট সোমবার উপজেলার ৫নং সদর ইউনিয়নের খোলড়া গ্রামের জসিম উদ্দীন এর স্ত্রী মানিকা খাতুন (২৩) গভীর রাতে সাপের কামড়ে অসুস্থ বোধ করলে চিকিৎসার হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।