দেশজুড়ে

গোবিন্দগঞ্জে ঝুলন্ত লাশ উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাটিতে লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাধুর ভিটা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার ক্রোড়গাছা নয়াবাড়ির তোজাম্মেল হোসেন প্রধানের ছেলে আজাহার (৪০)।

এলাকাবাসী জানান, মাধুর ভিটা মাঠে আজাহারের ঝুলন্ত লাশ দেখতে পায় তার পরিবারের লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ বিকেলে এসে তার লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান জানান, তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদেন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button