ঘাটাইলে কালের কণ্ঠ শুভসংঘের নতুন কমিটি ঘোষনা


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ কালের কণ্ঠ শুভসংঘ ঘাটাইল উপজেলা শাখা এক জরুরি সভায় নতুন কমিটি ঘোষণা করেছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান কমিটির সভাপতি কাজী মাহমুদ হাসান জাহান ও সাধারণ সম্পাদক কাজী রেজাউল হক সিজারকে বহাল রেখে কার্যকরী কমিটি পুনরায় গঠন করা হয়। এ সময় নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধাত গৃহীত হয়।
শনিবার (২৮ আগস্ট) বিকেলে উইজডম ভ্যালি স্কুলে কমিটির সভাপতি কাজী মাহমুদুল হক জাহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক কাজী রেজাউল হক সিজার।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের আলোক হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেনকে কমিটির প্রধান উপদেষ্টা করা হয়। সভায় বক্তব্য দেন কমিটির উপদেষ্টা উইজডম ভ্যালি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন, রাজিয়া সুলতানা, কালের কণ্ঠ’র ঘাটাইল প্রতিনিধি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক রজব আলী, রাইয়ান রাহাত, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সব শেষে কমিটির সাধারণ সম্পাদক কমিটির কার্যক্রম নিয়ে বার্ষিক পরিকল্পনা পেশ করেন।