দেশজুড়ে

মুন্সীগঞ্জে রান্না ঘরের ধোয়া নিয়ে দ্বন্দ্বে নারী খুন

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে দ্বন্দ্বে খাদিজা বেগম (৫০) নামে ১ জন নারী খুন হয়েছে। গতকাল ২৯ শে আগষ্ট রবিবার টঙ্গিবাড়ী উপজেলার ভিটি মালধা গ্রামে এ ঘটনা ঘটে।

তথ্য সুত্রে জানা যায়, টঙ্গিবাড়ী উপজেলার ভিটি মালধা গ্রামের মুক্তার ব্যাপারীর সাথে তার প্রতিবেশী রমজান ব্যাপারীর দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। রবিবার সন্ধ্যায় রান্না ঘরের ধোয়া নিয়ে দুথপক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিবেশী রমজান, আলি ইসলাম, আনোয়ার, অভি হামলা চালালে তাদের হামলায় খাদিজা বেগম নিহত হয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য সুত্রে জানা যায়, রমজানরা প্রথমে খাদিজাকে বাঁশ দিয়ে পেটায়। পরে রমজান খাদিজা বেগম এর পেটে লাথি মারলে সে গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ‌।

এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার ইব্রাহিম জানান, রান্না ঘরের ধোঁয়া যাওয়া নিয়ে মূলত বিবাদের সৃষ্টি হয়। সেই বিবাদের জেরেই খুন হন খাদিজা।

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ওসি মাহবুব আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে টঙ্গিবাড়ী থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে‌। থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, নিহত খাদিজা বেগম (৫০) ভিটি মালদা গ্রামের মুক্তার বেপারীর স্ত্রী। নিহত খাদিজা বেগমের তিন মেয়ে এক ছেলে রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button