ধামরাই পৌরসভা সহ উপজেলার আরো ৬টি ইউনিয়ন রেড জোনের আওতায়

0
91

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকা জেলার ধামরাই উপজেলায় নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ধামরাই পৌরসভা সহ উপজেলাব্যাপী রেডজোন চিন্হিত করা হয়েছে। আগামী দু’এক দিনের মধ্যেই এলাকার ম্যাপিং অনুসারে এলাকা ভিত্তিক লক ডাউন ঘোষণা করা হবে। এই রেড জোনের আওতায় রয়েছে ধামরাই পৌরসভা সহ উপজেলার আরো ৬টি ইউনিয়ন।

এ’তথ্য নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নূর রিফফাত আরা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা বলেন- ধামরাইয়ে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ধামরাই পৌরসভা সহ উপজেলাব্যাপী রেডজোন চিন্হিত করা হয়েছে। ধামরাই পৌরসভা সহ উপজেলার আরো ৬টি ইউনিয়ন এর আওতায় থাকবে। ইউনিয়ন গুলো হচ্ছে- ধামরাই ইউনিয়ন, সোমবাগ ইউনিয়ন, ভাড়ারিয়া ইউনিয়ন, সানোড়া ইউনিয়ন, সুতিপাড়া ইউনিয়ন, ও আমতা ইউনিয়ন।

আগামীকাল এ’বিষয়ে ধামরাই উপজেলায় গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সভা থেকে যে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বিশেষ করে কঠোর লক ডাউন ঘোষণা ।