বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মত বিনিময়


রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ গতকাল বেলা ১১ টায় দিনাজপুরের বীরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, এই উপজেলায় মৎস্যে কোন ঘাটতি নেই। বর্তমানে ৫ হাজার ৫০০টি পুকুরে মৎস্য উৎপাদন হচ্ছে ৫৯ হাজার ৮০ মেঃ টনঃ। এই উপজেলায় ১৩টি মৎস্য জীবি সমিতি রয়েছে এবং ৭২৯ জন মৎস্য শিকার করে জীবন ও জীবিকা নির্বাহ করছেন।
মৎস্য সপ্তাহে ১৫ টি পুকুরে ৫২৮ কেজি পোনা অবমুক্ত করা হবে। অসহায় ২৬ জন মৎস্য জীবিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হবে। এছাড়া পুকুরের পানি পরিক্ষা করা সহ বিভিন্ন ধরণের প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য চাষিদের সাবলম্বি করে গড়ে তোলার মধ্য দিয়ে ৩ ই সেপ্টেম্বর পর্যন্ত মৎস্য সপ্তাহ পালন করা হবে।
মতবিনিময় সভায় উপজেলা সহকারী মৎস্য কর্মকতা মোছাঃ জ্যোৎনা আরা বেগম, সাংবাদিক নিতাই সাহা লেনিন, মোঃ সিদ্দিক হোসেন, রতন ঘোষ পিযুষ, দশরথ রায় বাবুল, রেজা মোঃ তৌফিক , রনজিৎ সরকার রাজ, তোফাজ্জল হোসেন, বিকাশ ঘোষ, কার্তিক ব্যানার্জি আব্দুল জলিল উপস্থিত ছিলেন।
প্রতিপাদ্য বিষয় “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সামনে রেখে এবারের জাতীয় মৎস্য দিবসের আয়োজন করা হয়েছে।