দেশজুড়ে

সুন্দরগঞ্জে গৃহবধূ নিহতের ঘটনায় গ্রেফতার-২

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দার চরে গৃহবধূ নুরবানু নিহতের ঘটনার সাথে জড়িত সন্দহে ২ জনকে গ্রফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

গতকাল শনিবার সকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের অকিম উদ্দিনের ছেলে আবুল বাশার এবং পাশ্ববর্তী পীরগাছা উপজেলার নজর মামুন গ্রামের সাহার আলী গাড়িয়ালের ছেলে লেবু মিয়া। থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, আসামিদের স্বীকার উক্তি মোতাবেক জানা গেছে, পরকীয়তার জের ধরে নুরবানুকে হত্যা করা হয়েছে।

গত বুধবার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দার চরের আব্দুল লতিফ মিয়ার ইউক্লিকটাস গাছের গোড়ায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূ নুরবানুর লাশ উদ্ধার করে পুলিশ। নুরবানু পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার রহমতের চর গ্রামের আব্দুর রশিদ মিয়ার স্ত্রী।

রশিদ বর্তমানে জীবিকার তাগিদে ফেনীতে অবস্থান করছে। নুরবানু উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দার চর গ্রামের সাহেব আলীর কন্যা। দীর্ঘ ১০ বছর আগে রশিদের সাথে তার বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে। নুরবানুর বড় ভাই হামিদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ সনাক্ত করে। হামিদুর রহমান জানান, গত মঙ্গলবার সকালে নুরবানু তার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে যায়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button