দেশজুড়ে

গোপালপুরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মৎস বিভাগের আয়োজনে শনিবার বিকালে উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা (অ.দা.) মো. তারিকুল ইসলাম, ক্ষেত্র সহকারি নাজমুল হক, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সাংবাদিক কে.এম মিঠু, মুহাম্মদ সাইফুল ইসলাম, মো. সেলিম হোসেন, বিধান রায় ও নূর আলম প্রমূখ।

এ সময় সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা (অ.দা.) মো. তারিকুল ইসলাম জানান, বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এ শ্লোগানকে সামনে নিয়ে ২৮ আগষ্ট থেকে জাতীয় মৎস সপ্তাহ শুরু হয়ে চলবে আগামি ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

মৎস সপ্তাহ উপলক্ষে প্রচারণা, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, সফল মৎস চাষী, ব্যক্তি ও উদ্যোক্তা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, মৎস চাষী ও মৎসজীবীদের সাথে মতবিনিময়, মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফল ভোগীদের মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button