কুড়িগ্রামে মৎস সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মৎস্য বিভাগের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা মৎস ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দুর করি- এ শ্লোগানকে ২০২১ সালের মৎস সপ্তাহের মুল প্রতিপাদ্য হিসেবে তুলে ধরেন জেলা মৎস কর্মকর্তা কৃষিবিদ কালিপদ রায়। এসময় মৎস বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগন উপস্থিত ছিলেন।
অন্যদিকে, আজ জেলার উলিপুর ও ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের হল রুমে মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরে, মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তাগণ।
উল্লেখ্য ২৮ আগষ্ট থেকে ০৩ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিন ব্যাপী জেলায় জাতীয় মৎস সপ্তাহ পালিত হচ্ছে। এসময় বিভিন্ন জলাশয়ে সরকারিভাবে পোনা অবমুক্ত করা হবে।