দেশজুড়ে

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র যৌথ সভা অনুষ্ঠিত

মামুনুর রহমান,ঢাকা থেকে ফিরে : ২৮ আগষ্ট গাজিপুর চন্দনা চৌরাস্তা সংলগ্ন জাহানারা বিজনেস পয়েন্টের ২য় তলায় এই সভা অনুষ্ঠিত হয়। শোকের মাস উপলক্ষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভা শুরু হয়। বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র কেন্দ্রীয়, জেলা, মহানগর নেতৃবৃন্দের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা জাতীয় শোক দিবস উপলক্ষে একমিনিট নিরবতা পালন করেন।

১৫ আগস্ট ও ২১ আগস্টে শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন সহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন। যৌথ সভায় সংগঠনের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়। সংগঠনে উন্নয়নে দিক নির্দেশনা মূলক আলোচনা হয়। সম্ভব্য সমস্যা ও সমস্যা নিরসনে কাজ করার জন্য সকলকে আহ্বান করেন। বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র কেন্দ্রীয়, জেলা, মহানগর নেতৃবৃন্দের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনে উন্নয়নে দিক নির্দেশনা মূলক আলোচনা হয়। সম্ভব্য সমস্যা ও সমস্যা নিরসনে কাজ করার জন্য সকলকে আহ্বান করেন সম্মানিত সভাপতি মীর সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর সিরাজুল ইসলাম সঞ্চালক মহাসিন হোসাইন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বক্তব্য রাখছেন যুগ্মসাধারণ সম্পাদক মোনায়েম হোসেন মন্ডল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ আবু সালেহ রংপুর বিভাগ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম রাজশাহী বিভাগ সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, বরিশাল বিভাগীয় বরগুনা জেলার আহবায়ক মোঃ জামাল হোসেন খান, ঢাকা বিভাগীয় মনসুর রহমান পাশা কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোরশেদুল আলম, দপ্তর সম্পাদক মুক্তাদুর পালোয়ান, রংপুর জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোছাদ্দেক হোসেন রাঙ্গা গাজীপুর মহানগরের সভাপতি জনাব আব্দুল হালিম খান সাধারণ সম্পাদক আশরাফুল আলম মন্ডল প্রত্যেক জেলা সভাপতি সম্পাদক বৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button