চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন


চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: ”বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দুর করি” এ কে স্লোগান কে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য অধিদপ্তরের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কমকতা ওয়ালিউল্লাহ মোল্লা। জাতীয় মৎস্য সপ্তাহ ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বার সাত দিন ব্যপি কমসূচীগুলো যথাযথভাবে পালনের জন্য উপজেলাবাসীদের প্রতি আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন,চারঘাটউপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক বাবর আলী, চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, যুগ্ম সম্পাদক মাইনুল হক সান্টু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান,অথ সম্পাদক ময়েন উদ্দীন পিন্টু, ফটো সাংবাদিক দোয়েল হোসেন, দৈনিক চারঘাট এর স্টাফ রিপোটার আসিফ ভদ্রসহ উপজেলার সকল স্থানীয় সাংবাদিকবৃন্দ।