ঘাটাইলে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ আজ শনিবার সকালে টাঙ্গালের ঘাটাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ খাদিজা খাতুন জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম তুলে ধরে বক্তব্য প্রদান করেণ। তিনি জানান, এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ”বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দুর করি”।
এবারের সপ্তাহব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা , মৎস্যচাষে সরকারের সাফল্য নিয়ে প্রামান্যচিত্র প্রদর্শন সহ নির্ধারিত বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে বলে জানান।
এ সময় ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরুজ্জামান মিঞা, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া সহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।