দেশজুড়ে

রামপালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টর: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাগেরহাটের রামপালে গণমাধ্যম কর্মীদের সাথে মৎস্য বিভাগের অবদান বিষয়ক মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য বিভাগ। শনিবার সকাল ১০টায় উপজেলা কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, গত দশ বছরে মৎস্য বিভাগে ব্যাপক সফলতা এসেছে। এর মধ্যে ২০১৯-২০২০ অর্থবছরে চাষ হওয়া ও জলাশয়ে মৎস্য উৎপাদন হয়েছে ২৬ হাজার ৭৬০ মেট্রিক টন। যার মধ্যে ইলিশ ছিল ৫ হাজার ২৬৪ মেট্রিক টন।

মতনিনিময় সভায় মেরিন ফিসারিজ কর্মকর্তা মোঃ সালজার রহমান, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোঃ আশেক এসবি সাত্তার,কৃষ্ণ দে, নয়ন চন্দ্র দাস সহ উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button