ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালনে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা


মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি: ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শনিবার সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাজনুন্নাহার মায়া’র সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুযোগ্য উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি”। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ পালন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী অফিস ফিল্ড মোঃ আমিনুল ইসলাম, ক্ষেত্র সহকারী প্রকল্প এর মোঃ রায়হান সরকার। ২৮ তারিখ থেকে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত ফুলবাড়ী মৎস্য অফিসের কার্যক্রম ও প্রচার প্রচারনা, ইউনিয়ন পরিষদে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মতবিনিময় সভা ও এবং জলাশয়ে পোনা অবমুক্তকরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
আগামী রবিবার সকাল ১০টায় অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল অফিসের নিজস্ব পুকুরে ফুলবাড়ী উপজেলা মৎস্য অফিস থেকে পোনা অবমুক্ত করণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ীর প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদিকগণ। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা। মোছাঃ মাজনুন্নাহার মায়া। আয়োজনে ছিলেন উপজেলা মৎস্য দপ্তর ফুলবাড়ী দিনাজপুর।