দেশজুড়ে

ফুলবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের পরিদর্শন

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি রক্ষার্থে উপজেলা পরিষদের অর্থায়নে ম্যুরাল নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন।

শনিবার সকাল সাড়ে ১১টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি রক্ষার্থে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। চলতি বছরের ২ মাস আগে উপজেলা চত্ত্বরে সুবিধাজনক স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি রক্ষার্থে ম্যুরাল নির্মাণের কাজ শুরু হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন জানান, বর্তমান কাজটি শুরু হয়েছে, শেষ হতে এখনও প্রায় ২মাস লাগতে পারে। তবে দ্রুত ম্যুরাল নির্মাণের কাজ শেষ করা হবে। এর পর আনুষ্ঠানিকভাবে ম্যুরাল উদ্বোধন করা হবে। সার্বক্ষনিক কাজটি তদারক করছে উপজেলা প্রশাসন।

এ সময় ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button