শার্শা সীমান্তে পুলিশের অভিযানে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক


শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি বাইসাইকেল সহ ইনসাফ(৩০) নামের এক চিহ্নত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।শুক্রবার(২৭ আগষ্ট) সকাল ৭ টা ৩০ মিনিটের দিকে তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক ইনসাফ বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী(কামার পাঁড়া)গ্রামের মৃত হামজের আলীর ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বাগআচঁড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক ফরিদ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই সাইফুল ইসলাম, এএসআই ফিরোজ হোসেনদের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানাধীন ইছাপুর সাকিনস্থ গোগা টু বালুন্ডা গামী রোডে জনৈক মোঃ শফি এর ইট ভাটার সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০ (দশ) বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত বাইসাইকেল উদ্ধারসহ হামজেরকে আটক করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩০,০০০/= (ত্রিশ হাজার) টাকা।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর অফিসার্স ইনচার্জ মাহামুদ আল ফরিদ ভুইয়া জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানার অধিনে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।