খেলাধুলা

৩ রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড

নেদারল্যান্ডস নারী ক্রিকেট দলের সদস্য ফ্রেডেরিক ওভারডাইক এমন একটা কীর্তি গড়ে ফেলেছেন, যেটা পুরুষ আর নারী ক্রিকেট মিলিয়ে এর আগে কেউ করে দেখাতে পারেননি। গতকাল বৃহস্পতিবার ইউরোপ অঞ্চলের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্সের বিপক্ষে তিনি ৪ ওভার বল করে ৩ রানে ৭ উইকেট শিকার করেন! এতেই হয়ে যায় বিশ্বরেকর্ড।

২০ বছর বয়সী এই পেসার ৬ জনকে বোল্ড করেছেন। আর অন্যজনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। ওভারডাইকের বোলিং তাণ্ডবে ফরাসিদের মাত্র ৩৩ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় ডাচরা। আন্তর্জাতিক ম্যাচ না হলেও ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টিতে একমাত্র ৭ উইকেট শিকারী বোলার ল্যাঙ্কাশায়ার ফক্সেসের অফ স্পিনার কলিন অ্যাকারম্যান।

এর আগে ২০১৯ সালে কোনো রান না দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন নেপালের অফস্পিনার অঞ্জলি চাঁদ। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন এটাই ছিল সেরা বোলিং রেকর্ড। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড ভারতের পেসার দিপক চাহারের। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে নাগপুরে তিনি ৭ রানে ৬ উইকেট শিকার করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button