দেশজুড়ে

মাগুরার শালিখায় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মতিন রহমান, মাগুরা : মাগুরার শালিখা উপজেলায় শোকাবহ আগষ্ট বা জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগষ্ট) উপজেলার বুনাগাতি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আশরাফুজ্জামান হিসাম, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুনাগাতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন শালিখা উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মাগুরা জেলা ছাত্রলীগ, মাগুরা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ত্ব করেন অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button