দেশজুড়ে

গোপালপুরে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা সভা

মো.নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গোপালপুরে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা সভা বৃহস্পতিবার সকাল এগারোটায় থানা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা।

সভায় উপজেলার বিভিন্ন ব্যাংক শাখার কর্মকর্তা, জুয়েলারী দোকানের মালিক, পেট্রোল পাম্প ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিরাপত্তামূলক পদক্ষেপ বিষয়ে সভায় জানানো হয়, সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা প্রহরীদের গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। ২ লাখ টাকার অতিরিক্ত টাকা উত্তোলন বা স্থানান্তরে গ্রাহককে পুলিশের সহযোগিতা দেয়া হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button