দেশজুড়ে

সুন্দরগঞ্জে আমন চাষের লক্ষ্যমাত্রা অতিক্রমের সম্ভাবনা

এম এ মাসুদ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গত বোরো মৌসুমে দাম ভালো পাওয়ায় নতুন উদ্দীপনা নিয়ে আমন ধানের চারা রোপণ ও পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের কৃষকরা। উপজেলা কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে ২৮ হাজার একশ ৯৩ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিস্তা বিধৌত এ উপজেলায় এবারে অতি ভারী বর্ষণ না হওয়ায় এবং বড় ধরণের বন্যার সম্ভাবনা কম থাকায় ছাড়িয়ে যেতে পারে সেই লক্ষ্যমাত্রা এমন ধারণা করছেন স্থানীয় কৃষি বিভাগ।

খরা প্রবণ হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের এ উপজেলাটিতেও গত আষাঢ এবং শ্রাবণ মাসে বৃষ্টিপাত তেমন একটা না হওয়ায় আমন চাষের উপযোগী জমিতো বটেই, অপেক্ষাকৃত নিচু এলাকাগুলোও পানির অভাবে তা শুকিয়ে যায়। এ অবস্থায় কিছুটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে কৃষকেরা। গত বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন এবং দাম বেশ ভালো পাওয়ায় আমন চাষে বাধা হয়ে দাঁড়াতে পারেনি সেই খরা। একবুক আশা নিয়ে বৈদ্যুতিক সেচ পাম্প বা সেলো মেশিনের সাহায্যে উঁচু ও অপেক্ষাকৃত নিচু এলাকায় চারা রোপণ করেছেন তারা।

কৃষি বিভাগ বলছেন, উপজেলার ১ লাখ ৩৪ হাজার পাঁচশো ২০টি পরিবারের মধ্যে ১ লাখ ২২ হাজার ছয়শো ২০ জন কৃষক রয়েছেন আমন চাষী। তাদের মধ্যে কৃষি প্রণোদনা হিসেবে ১৯৫ জন কৃষককে ধান বীজ এবং ৬৫০ জন কৃষককে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

চলতি মৌসুমে ২৮ হাজার একশ ৯৩ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রার নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ২৭ হাজার তিনশো ৬৩ হেক্টর জমিতে চারা লাগানো হয়েছে, চলছে পরিচর্যার কাজ। বন্যার তেমন একটা আশঙ্কা না থাকায় এখনো নিচু জমিগুলোতে চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া থাকায় এবারে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৫শ হেক্টর বেশি জমিতে আমন চাষ হবে বলে আশা প্রকাশ করছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাশেদুল কবির।

সরেজমিনে দেখা যায়, উপজেলার নিচু অঞ্চলগুলোতেও প্রায় চারা লাগানোর কাজ শেষ করেছেন কৃষকরা। আষাঢের শেষ ও শ্রাবণের দিকে রোপণকৃত জমির মাঠ ঘন সবুজে ভরে উঠেছে ইতোমধ্যেই। কৃষাণ-কৃষাণীরা মনের আনন্দে সেই জমিতে করছেন আগাছা নিড়ানোর কাজ।

উপজেলায় সদ্য যোগদান করা তরুণ কৃষি কর্মকর্তা মোঃ রাশেদুল কবির বলছেন, ‘ আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ৫শ হেক্টর বেশি জমিতে আমন চাষ হতে পারে। এ সময়ে ধান গাছে দেখা দিতে পারে বাদামি গাছ ফড়িং (কারেন্ট পোকা) বা খোলপচা রোগ। সে জন্য উপজেলা কৃষি বিভাগ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অংশ হিসেবে কৃষকদের রোগের ধরণ ও প্রতিকারের পরামর্শ স্বরূপ তাদের মাঝে লিফলেট বিতরণ ও প্রেসক্রিপশন দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে বলছিলেন রাশেদুল কবির। তিনি আরো বলেন, আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে ফলনও বাম্পার হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button